এবার দর্শকশূন্য মাঠে লা লিগা

ইতালিয়ান সেরি আ, ফ্রেঞ্চ লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগের পর এবার লা লিগা ম্যাচও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। অন্তত আগামী দুই রাউন্ডের খেলায় মাঠে কোনো দর্শক থাকবে না বলে জানিয়েছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2020, 03:31 PM
Updated : 10 March 2020, 03:58 PM

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দেশটিতে দ্বিতীয় বিভাগের ফুটবলের জন্যেও করা হয়েছে একই নিয়ম।

অবস্থা অনুকূলে থাকলে আগামী ৪-৫ এপ্রিল থেকে মাঠে ফিরবে দর্শক।

একই দিন নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার ঘোষণা দেয় বার্সেলোনা। কাম্প নউয়ের ম্যাচটি হবে আগামী ১৮ মার্চ।

মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আগামী বুধবার পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচেও। ভালেন্সিয়া ও আতালান্তার মধ্যে ফিরতি পর্বের ম্যাচেও দর্শক থাকবে না।

আগেই ইতালিয়ান সেরি আ লিগের বেশ কয়েকটি ম্যাচ হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের খেলা নিষিদ্ধ করেছে দেশটি।

ফ্রান্সও তাদের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা লিগ ওয়ান ও লিগ টুতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে।