গোলশূন্য ড্রয়ে বছর শেষ রিয়ালের

লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে ড্রয়ের পর এবারে পয়েন্ট হারিয়েছে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। পুরো ম্যাচে দারুণ আক্রমণাত্মক খেলেও জালের দেখা পায়নি জিনেদিন জিদানের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2019, 10:15 PM
Updated : 22 Dec 2019, 10:15 PM

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে বছরে নিজেদের শেষ ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। লিগে এটি তাদের টানা তৃতীয় ড্র। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে গেল তারা।

শনিবার আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।

বার্সেলোনা ম্যাচের একাদশে চারটি পরিবর্তন আনেন জিদান। গ্যারেথ বেল ও ইসকোর পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পান দুই তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।

ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলা রিয়াল এগিয়ে যেতে পারত বিরতির আগেই। ২০তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে টনি ক্রুসের নেওয়া শট ফেরে ক্রসবারে লেগে। ৩৩তম মিনিটে করিম বেনজেমার শট গোল লাইন থেকে ফেরান আথলেতিক ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধেও ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। ৬০তম মিনিটে খুব কাছ থেকে নেওয়া নাচোর হেড ফেরে ক্রসবারে লেগে। ৮৬তম মিনিটে দানি কারভাহালের ক্রসে বদলি ফরোয়ার্ড লুকা ইয়োভিচের হেড লাগে বাম দিকের পোস্টে।

বাকিটা সময়ে মরিয়া চেষ্টা করেও গোলের দেখা পায়নি রিয়াল।