মৌসুমের বাকি সময় বায়ার্নের কোচ ফ্লিক

গত মাসে নিকো কোভাচ বরখাস্ত হওয়ার পর পেয়েছিলেন অন্তর্বর্তীকালীন দায়িত্ব। তার অধীনে দশ ম্যাচের আটটিতেই জয় পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। এবারে তাই জার্মান কোচ হ্যান্স ফ্লিককেই চলতি মৌসুমের শেষ পর্যন্ত কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2019, 01:55 PM
Updated : 22 Dec 2019, 02:24 PM

ফ্লিকের অধীনে দশ ম্যাচে ৩২ গোল করেছে বায়ার্ন। হজম করেছে মোটে সাতটি। রোববার ক্লাবের ওয়েবসাইটে চলতি মৌসুমের বাকিটা সময় তাকে দায়িত্বে রাখার কথা জানায় বুন্ডেসলিগার ক্লাবটি।

নভেম্বরের শুরুতে দলের বাজে পারফরম্যান্সের দায়ে চাকরি হারান কোভাচ। প্রাথমিকভাবে চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের ও লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের জন্য দায়িত্ব পান সেসময়ের সহকারী কোচ হ্যান্স ফ্লিক। দুই ম্যাচেই দলের দাপুটে জয়ের পর আস্থা অর্জন করেন তিনি।