এসএ গেমস: অসুস্থ হয়ে হাসপাতালে বাংলাদেশের দুই অ্যাথলেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2019 12:55 PM BdST Updated: 05 Dec 2019 04:55 PM BdST
কারাতে ইভেন্টে আহত হয়ে মারজান আক্তার প্রিয়া হাসপাতাল ঘুরে আসার পরদিনই আরও দুই বাংলাদেশি অ্যাথলেট অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার ৪০০ মিটার স্প্রিন্টের হিট শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে জহির রায়হান ও আবু তালেবকে।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথম হিটে ৪৮.২০ সেকেন্ডে দৌড় শেষ দ্বিতীয় হয়েছিলেন জহির। দ্বিতীয় হিটে ৫০.২০ সেকেন্ড সময় নিয়ে আবু তালেব হয়েছিলেন চতুর্থ।
তবে এর পরপরই অসুস্থ হয়ে পড়েন দুজন। উচ্চতাজনিত কারণে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তাদের।
স্টেডিয়াম থেকে তাদের পাশের ব্লু ক্রস হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়া হয়। আপাতত কিছুটা সুস্থ হলেও ফাইনালে আর অংশ নিতে পারছেন না তারা।

ছবি: বিওএ
“যদি তারা আবার দৌঁড়ায়, পালস রেট আরও অনেক বেড়ে যাবে। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেওয়ার অনুমতি দিতে পারছি না।”
গত জাতীয় অ্যাথলেটিক্সে রেকর্ড ৪৬.৮৬ সেকেন্ড টাইমিং করা জহির এসএ গেমসে এবার গিয়েছিলেন বড় প্রত্যাশা নিয়ে।
বুধবার কারাতের দলগত ইভেন্টে লড়াইয়ের এক পর্যায়ে চোয়ালে আঘাত পান সোনাজয়ী অ্যাথলেট প্রিয়া। চিকিৎসা নেওয়ার পর গতকাল বিকেলেই হাসপাতাল ছাড়েন তিনি।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত