বিমানের যান্ত্রিক গোলযোগের কবলে ফুটবল দল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2019 02:18 PM BdST Updated: 04 Nov 2019 04:31 PM BdST
বিমানে যান্ত্রিক ত্রুটির পর সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রোববার রাতে উড়াল দেওয়ার ঘণ্টাখানেক পর আবার ঢাকায় ফিরে আসে বিমানটি। পরে সোমবার সকালে দেশ ছেড়েছে ফুটবল দল।
ওমানের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ১৪ নভেম্বরে। দেশটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে রোববার রাত সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানে করে রওনা দেওয়ার কথা ছিল জীবন-সোহেলদের। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘণ্টা পর রওনা দেয় দল। উড়াল দেওয়ার পর নতুন করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানবন্দরে ফিরে আসে বিমানটি।
সোমবার সকাল সাড়ে ১০টার ফ্লাইটে দলের ওমানের পথে রওনা দেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
“রওনা দেওয়ার ঘণ্টাখানেক পর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে বিমানটি ফিরে আসে। রাতে খেলোয়াড়দের উত্তরার একটি হোটেলে রাখা হয়েছিল। কোনো সমস্যা হয়নি। খেলোয়াড়রা শুধু একটু ভয় পেয়ে গিয়েছিল।”
“সকালে ওমানের পথে রওনা দিয়েছে দল। আশা করি তিনটা-সাড়ে তিনটার মধ্যে ওমানে পৌঁছে যাবে।”
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছিল। নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাঠে ১-১ ড্র করেছিল দল।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম