৭ গোলের রোমাঞ্চে ইন্টারের জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2019 09:41 PM BdST Updated: 20 Oct 2019 09:42 PM BdST
ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দিলেন লাউতারো মার্তিনেস। পরে করলেন আরেকটি। মাঝে জোড়া গোল করলেন রোমেলু লুকাকু। শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফিরেছিল সাস্সুয়োলো। শেষ পর্যন্ত অবশ্য ফেভারিটদের আটকাতে পারেনি তারা। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে ইন্টার মিলান।
ইতালিয়ান সেরি আয় প্রতিপক্ষের মাঠে রোববার ৪-৩ গোলে জিতে শীর্ষে থাকা ইউভেন্তুসের সঙ্গে ব্যবধান কমিয়েছে আন্তোনিও কন্তের দল। প্রথম ছয় রাউন্ডে জেতার পর গত ম্যাচে ইউভেন্তুসের কাছে ২-১ গোলে হেরেছিল সান সিরোর দলটি।
গোল উৎসবের ম্যাচে প্রথম জালের দেখা মেলে দ্বিতীয় মিনিটে। ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্তিনেস।
ষোড়শ মিনিটে দমেনিকো বেরারদির গোলে স্কোরবোর্ডে আসে সমতা। তবে বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকুর জোড়ো গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ইন্টার। সেরি আয় এ নিয়ে আট ম্যাচে ৫ গোল করলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা লুকাকু।

তবে সাত মিনিটের ব্যবধানে ফিলিপ দুরিসিচ ও জেরেমি বোগার গোলে স্কোরলাইন ৪-৩ হলে নাটকীয় শেষের সম্ভাবনা জাগে। নির্ধারিত সময়ের খেলা তখনও ৯ মিনিট বাকি। শেষ পর্যন্ত অবশ্য আট ম্যাচে সপ্তম জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।
আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইউভেন্তুস। ১ পয়েন্টে কম নিয়ে দুইয়ে আছে ইন্টার।
ট্যাগ :
আরও পড়ুন
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ