৭ গোলের রোমাঞ্চে ইন্টারের জয়

ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দিলেন লাউতারো মার্তিনেস। পরে করলেন আরেকটি। মাঝে জোড়া গোল করলেন রোমেলু লুকাকু। শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফিরেছিল সাস্সুয়োলো। শেষ পর্যন্ত অবশ্য ফেভারিটদের আটকাতে পারেনি তারা। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে ইন্টার মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 03:41 PM
Updated : 20 Oct 2019, 03:42 PM

ইতালিয়ান সেরি আয় প্রতিপক্ষের মাঠে রোববার  ৪-৩ গোলে জিতে শীর্ষে থাকা ইউভেন্তুসের সঙ্গে ব্যবধান কমিয়েছে আন্তোনিও কন্তের দল। প্রথম ছয় রাউন্ডে জেতার পর গত ম্যাচে ইউভেন্তুসের কাছে ২-১ গোলে হেরেছিল সান সিরোর দলটি।  

গোল উৎসবের ম্যাচে প্রথম জালের দেখা মেলে দ্বিতীয় মিনিটে। ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্তিনেস।

ষোড়শ মিনিটে দমেনিকো বেরারদির গোলে স্কোরবোর্ডে আসে সমতা। তবে বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকুর জোড়ো গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ইন্টার। সেরি আয় এ নিয়ে আট ম্যাচে ৫ গোল করলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা লুকাকু।

ম্যাচের ৭১তম মিনিটে স্পট কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন মার্তিনেস।  সহজ জয়ের সম্ভাবনা তৈরি হয় অতিথিদের।
তবে সাত মিনিটের ব্যবধানে ফিলিপ দুরিসিচ ও জেরেমি বোগার গোলে স্কোরলাইন ৪-৩ হলে নাটকীয় শেষের সম্ভাবনা জাগে। নির্ধারিত সময়ের খেলা তখনও ৯ মিনিট বাকি। শেষ পর্যন্ত অবশ্য আট ম্যাচে সপ্তম জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।
আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইউভেন্তুস। ১ পয়েন্টে কম নিয়ে দুইয়ে আছে ইন্টার।