‘ক্লান্ত মেসিও পার্থক্য গড়ে দিতে পারে’

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার জয় তুলে নেওয়ার পেছনে লিওনেল মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছেন এরনেস্তো ভালভেরদে। দলের তারকা ফরোয়ার্ড শতভাগ ফিট না হলেও পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করেন কাতালান ক্লাবটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 10:05 AM
Updated : 3 Oct 2019, 10:06 AM

কাম্প নউয়ে বুধবার মেসির চোট কাটিয়ে ফেরার ম্যাচে ২-১ গোলে জেতে স্বাগতিকরা। চোটের কারণে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে এর আগে মাত্র তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। তবে এর কোনোটিতেই খেলেননি পুরোটা সময়।

ইন্টারের বিপক্ষে ৮৪তম মিনিটে বার্সেলোনার জয়সূচক গোলের উৎস ছিলেন মৌসুমে প্রথমবারের মতো পুরো ম্যাচ খেলা মেসি। তার ডিফেন্স চেরা পাস ধরে একজনকে কাটিয়ে প্লেসিং শটে জাল খুঁজে নেন লুইস সুয়ারেস।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসির পারফরম্যান্সের প্রশংসা করেন ভালভেরদে।

“চলতি মৌসুমে এই প্রথম সে পুরো ম্যাচ খেলল। … কোনো ম্যাচে ক্লান্ত থাকলেও সে সাহায্য করতে পারে। মেসি দলের অন্যদের মতো প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলেনি। (ফিটনেসের মানদণ্ডে) তাই তাকে অন্যদের পর্যায়ে আসতে হবে।”

“শেষ পর্যন্ত সে দুর্দান্ত একটা ম্যাচ খেলল। তবে শুরুর চেয়ে শেষ দিকে সে বেশি ক্লান্ত ছিল।”