ভিএআর প্রযুক্তির সিদ্ধান্ত ‘মেনে নিচ্ছেন’ গুয়ার্দিওলা

ভিএআর প্রযুক্তিতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল বাতিল হওয়াকে মেনে নিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। তবে শেষ মুহূর্তে জয়সূচক গোল বাতিল হওয়াটা মেনে নেওয়া কঠিন বলেও জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 12:16 PM
Updated : 18 August 2019, 12:16 PM

শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে দুই দলের প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস বাঁকানো শটে বল জালে পাঠালে উচ্ছ্বাসে মাতে স্বাগতিক দর্শকরা। তবে ভিএআর প্রযুক্তিতে যাচাইয়ে দেখা যায় জেসুসের কাছে আসার আগে বল লেগেছিল সিটির ডিফেন্ডার এমেরিক লাপোর্তের হাতে। হ্যান্ডবলের কারণে গোল বাতিল করেন রেফারি। এর আগে প্রথমার্ধে রাহিম স্টার্লিং সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান এরিক লামেলা। বিরতির আগে বর্তমান চ্যাম্পিয়নদের আবারও এগিয়ে নেন সের্হিও আগুয়েরো। দ্বিতীয়ার্ধে সমতা আনেন লুকাস মউরা।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ফিরতি পর্বে টটেনহ্যামের বিপক্ষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে করা স্টার্লিংয়ের গোল ভিএআরের সাহায্যে বাতিল হয়। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। প্রতিপক্ষের মাঠে গোল বেশি করায় শেষ চারের টিকেট পায় টটেনহ্যাম।

কঠিন বাস্তবতা মেনে নেওয়ার কথা জানান গুয়ার্দিওলা।

“আমাদের এটা মেনে নিতে হবে। এটা কঠিন কারণ শেষ দিকে আমরা একটা গোল করেছিলাম।”

“আমি ভেবেছিলাম গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিপক্ষে এমন অবস্থাকে আমরা পেছনে ফেলে এসেছি। কিন্তু এটা ঠিক একই (পরিস্থিতি)। রেফারি ও ভিএআর গোলটা বাতিল করল। এ নিয়ে দ্বিতীয়বার – এটা কঠিন। সত্যিই এটা কঠিন। কিন্তু এটা এমনই।”