চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইপিএলের হতাশা ভুলতে চান ভন ডাইক

খুব কাছে গিয়েও লিগ শিরোপা জিততে না পারার হতাশা আছে স্বাভাবিকভাবেই। তবে ভেঙে না পড়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক। ইউরোপ সেরার মুকুট পরে মৌসুমটা ভালোভাবে শেষ করতে চান নেদারল্যান্ডসের এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2019, 02:36 PM
Updated : 13 May 2019, 02:36 PM

আগামী ১ জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে লিভারপুল।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ ব্যবধানে হারায় লিভারপুল।তবে একই সময় শুরু হওয়া আরেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ৪-১ গোলে ম্যানচেস্টার সিটি জেতায় শিরোপা স্বাদ আর পাওয়া হয়নি অল রেডদের। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় পেপ গুয়ার্দিওলার দল।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগে লিভারপুলের দারুণ পথচলায় বড় অবদান ভন ডাইকের। ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের নেতৃত্বে লিগে ৩৮ ম্যাচের ২১টিতেই কোনো গোল হজম করেনি দলটি। অধরা প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে আগামী মৌসুমে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী এই ডিফেন্ডার।

“সিটিকে অভিনন্দন, এক পয়েন্ট এগিয়ে থেকে তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। শিরোপার লড়াইটা অসাধারণ ছিল। আমি এর পুরোটাই উপভোগ করেছি।”

“এর মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে গেছে। … আশা করি সামনের বছর আমরা চ্যালেঞ্জ জানাতে পারব এবং এর চেয়ে ভালোও করব।”

“আমাদের ইতিবাচক দিকটা দেখতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা এখনও মাদ্রিদে (চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে) আছি। আশা করি উঁচুতে থেকে আমরা মৌসুম শেষ করতে পারব। আর সেটাই আমরা চেষ্টা করব ও করব।”