টানা সপ্তম লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল বায়ার্নের

লাইপজিগের বিপক্ষে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই টানা সপ্তম বুন্ডেসলিগা শিরোপা জিতত বায়ার্ন মিউনিখ। তবে প্রতিপক্ষের মাঠে পয়েন্ট হারিয়েছে নিকো কোভাচের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2019, 03:50 PM
Updated : 11 May 2019, 03:50 PM

একই সময়ে হওয়া আরেক ম্যাচে ফরটুনা ডুসেলডর্ফকে ৩-২ গোলে হারিয়ে ব্যবধান কমিয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ড।

শনিবার লাইপজিগের মাঠে গোলশূন্য ড্র করে বায়ার্ন। বিরতির আগে লাইপজিগ রক্ষণের দৃঢ়তায় গোলের পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লেয়ন গোরেটস্কা লাইপজিগের জালে বল জড়ালেও আক্রমণ গড়ার সময়ে রবের্ত লেভানদফস্কি অফ-সাইডে থাকায় ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে গোল বাতিল করেন রেফারি। বাকি সময়ে মরিয়া চেষ্টা করেও গোলের দেখা পায়নি অতিথিরা।

৩৩ ম্যাচে ২৩ জয় ও ছয় ড্রয়ে বায়ার্নের সংগ্রহ ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড। গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় লিগের শেষ রাউন্ডে ডর্টমুন্ড জিতলে বায়ার্নকে ড্র করলেই চলবে শিরোপা জিততে। আগেই তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ নিশ্চিত করা লাইপজিগের সংগ্রহ ৬৬ পয়েন্ট।

আগামী শনিবার ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে বায়ার্ন। একই দিনে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে খেলবে বরুসিয়া।