দেম্বেলের চোটকে বড় আঘাত মানছেন বার্সা কোচ

মৌসুমের শেষদিকের গুরুত্বপূর্ণ সময়ে ফরোয়ার্ড উসমান দেম্বেলের হ্যামস্ট্রিংয়ের চোটকে বড় আঘাত মনে করছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 09:34 AM
Updated : 5 May 2019, 09:34 AM

শনিবার লা লিগায় সেল্তা ভিগোর কাছে ২-০ গোলে হারে আগেই শিরোপা নিশ্চিত করা কাতালান ক্লাবটি। ম্যাচের পঞ্চম মিনিটে হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে কদিন আগে ফেরা দেম্বেলে আবারও পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দেম্বেলে। রোববার পরীক্ষা নিরীক্ষার পর চোটের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের ফিরতি পর্বে লিভারপুলের মুখোমুখি হবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সেল্তার বিপক্ষে লিওনেল মেসি, লুইস সুয়ারেস, জেরার্দ পিকেসহ নিয়মিত একাদশের আট জনকে বিশ্রাম দেন ভালভেরদে।

ম্যাচের শুরুতেই দেম্বেলে চোট পাওয়ার পরও বেঞ্চে থাকা ফিলিপে কৌতিনিয়োকে ব্যবহার করেননি ভালভেরদে। ঝুঁকি না নিতেই এমন সিদ্ধান্ত বলে সাংবাদিকদের জানান স্প্যানিশ এই কোচ।

“আমি তার পরিবর্তে ফিলিপে কৌতিনিয়োকে মাঠে নামালাম না কারণ আমি আর কোনো ঝুঁকি নিতে চাইনি।”

“দেম্বেলে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এটা বড় একটা আঘাত।”

সেল্তার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন তরুণ ফরাসি ডিফেন্ডার জঁ-ক্লেয়ার তোলিবো। তবে তার সমস্যা গুরুতর নয় বলে আশাবাদী ভালভেরদে।