স্বস্তির জয়ে শিরোপার আরও কাছে ইউভেন্তুস

সেরি আর নিচের দিকের দল কাইয়ারির মাঠে কষ্টে জিতেছে ক্রিস্তিয়ানো রোনালদো ও পাওলো দিবালাকে ছাড়া খেলতে নামা ইউভেন্তুস। মুকুট ধরে রাখার আরও কাছাকাছি পৌঁছেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 08:59 PM
Updated : 2 April 2019, 08:59 PM

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতে ইউভেন্তুস। ৩০ ম্যাচে ৮১ পয়েন্ট সেরি আর সফলতম দলটির। ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।

গত নভেম্বরে নিজেদের মাঠে লিগের প্রথম পর্বে কাইয়ারিকে ৩-১ গোলে হারিয়েছিল সেরি আর গত সাতবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস।

ম্যাচের ২২তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির কর্নারে লিওনার্দো বোনুচ্চির হেড গোলরক্ষককে প্রতিরোধের কোনো সুযোগ না দিয়ে ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় ইউভেন্তুস।

দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল ইউভেন্তুস; কিন্তু ব্যবধান বাড়িয়ে নিতে পারছিল না। অবশেষে ৮৪তম মিনিটে ডান দিক থেকে রদ্রিগো বেন্তাকুরের পাস পেয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে বোকা বানিয়ে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন মইজে কেন। ১৯ বছর বয়সী এই তরুণ এম্পোলির বিপক্ষে ইউভেন্তুসের জেতা ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন।

মঙ্গলবার নিজেদের মাঠে উদিনেজের সঙ্গে ১-১ ড্র করা এসি মিলান ৩০ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।