‘প্রতিপক্ষের সম্মান পাওয়াটা মেসির শ্রেষ্ঠত্বের স্বীকৃতি’

লিওনেল মেসির হ্যাটট্রিকে লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনার কাছে বড় হার মানতে হয়েছে রিয়াল বেতিসকে। কিন্তু দলের হার সত্ত্বেও স্বাগতিক সমর্থকদের উঠে দাঁড়িয়ে তুমুল হর্ষধ্বনিতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে সম্মান জানানোটা খেলোয়াড় হিসেবে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বলে মনে করেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 10:36 AM
Updated : 18 March 2019, 12:39 PM

রোববার ম্যাচটি ৪-১ গোলে জেতে বার্সেলোনা। অষ্টাদশ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোল করার পর ৮৫তম মিনিটে দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জাল খুঁজে নিয়ে পূরণ করেন হ্যাটট্রিক।

হ্যাটট্রিকের পর ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের প্রতি নিজেদের সম্মান জানায় বেতিস সমর্থকরা। মেসির খেলা উপভোগ করছেন বলে ম্যাচ শেষে জানান ভালভেরদে।

“লিও অসাধারণ একটা ম্যাচ খেলল। সে তিনটা গোল করল এবং চতুর্থ গোলও করতে পারত।”

“সে কোন মাপের খেলোয়াড় এটা তার একটা প্রমাণ। প্রতিপক্ষ তার কারণে ভুগলেও, আমরা সবাই তার অতুলনীয় এই সময়কে উপভোগ করছি।”

“এটা উল্লেখযোগ্য যে তারা তার প্রশংসা করেছে, এটা একটা স্বীকৃতি।”

২৮ ম্যাচে ২০ জয় আর ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বার্সেলোনা। ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। আর রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।