রিয়াল বেতিসের বিপক্ষে ভুলের পুনরাবৃত্তি চান না বার্সা কোচ

চলতি মৌসুমে একমাত্র রিয়াল বেতিস লা লিগায় বার্সেলোনাকে তাদেরই মাঠে হারিয়েছে। বেতিসের মাঠে ফিরতি লড়াইয়ের আগে তাই সতর্ক কাতালান দলটির কোচ এরনেস্তো ভালভেরদে। অতীতের ভুল থেকে শিক্ষা নিতে শিষ্যদের আহ্বান জানিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2019, 09:12 AM
Updated : 17 March 2019, 10:06 AM

গত বছরের নভেম্বরে কাম্প নউয়ে বেতিসের কাছে ৪-৩ গোলে হারে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি লিগে সেটি ছিল বার্সেলোনার দ্বিতীয় হার। এরপর আসরে আর কোনো হারের মুখ দেখেনি ভালভেরদের দল।

রোববার বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে বেতিসের মাঠে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান বলে সংবাদ সম্মেলনে জানান ভালভেরদে।

“বেতিস কেমন দল তা আমরা জানি। তারা আমাদের কি কি করতে বাধ্য করে এবং কি কি করতে দেয় না তাও আমরা জানি।”

“মৌসুমের শুরুর দিকে প্রথম দেখায় আমরা ভীষণ ভুগেছিলাম। চলতি মৌসুমে ঘরের মাঠে ঐ একটি ম্যাচই আমরা হেরেছি।”

“তিন পয়েন্ট পাওয়াটা খুব খুব গুরুত্বপূর্ণ হবে। তারা কেমন দল তা আমরা জানি। আমাদের বিপক্ষে তাদের কি চাওয়া থাকবে তাও আমরা জানি। আমি নিশ্চিত যে শেষ দেখায় বেতিস যেমন খেলেছিল, এবারও ঠিক সেভাবেই খেলবে।”

২৭ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৬৩ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।