এমবাপের চোট নিয়ে চিন্তিত নন দেশম

উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে কাঁধে আঘাত পাওয়া কিলিয়ান এমবাপের চোট গুরুতর নয় বলে মনে করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 01:20 PM
Updated : 21 Nov 2018, 01:20 PM

প্যারিসে মঙ্গলবার রাতে ১-০ ব্যবধানে জেতে ফ্রান্স। প্রতিপক্ষ গোলরক্ষকের চ্যালেঞ্জের মুখে বেকায়দায় পড়ে ব্যথা পেয়ে ৩৬তম মিনিটে মাঠ ছাড়েন পিএসজির ফরোয়ার্ড এমবাপে।

বুধবার পরীক্ষা করে ১৯ বছর বয়সী এই তরুণের চোটের অবস্থা বোঝা যাবে বলে সংবাদ সম্মেলনে জানান দেশম।

“পড়ে গিয়ে সে কাঁধে ব্যথা পায়। বুধবার সকালে তার পরীক্ষা করাতে হবে। তবে তেমন উদ্বেগের কিছু নেই।”

“এটা একটা ধাক্কা ছিল, একটা আঘাত। কিন্তু আমি মনে করি না যে মোচড় লেগেছে বা পেশি ছিঁড়েছে।”

এমবাপের চোট গুরুতর না হলে তা হবে পিএসজির জন্য অনেক বড় সুখবর। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে পিএসজি।