চোট পেয়ে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে কৌতিনিয়ো

ঊরুতে চোট পেয়ে ছিটকে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। ব্রাজিলিয়ান এই তারকাকে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছে ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 12:49 PM
Updated : 8 Nov 2018, 12:49 PM

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে স্বাগতিক ইন্টার মিলানের সঙ্গে ১-১ ড্র ম্যাচের পুরোটা সময় খেলেন কৌতিনিয়ো। কিন্তু শেষ বাঁশি বাজার পর তাকে কিছুটা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা যায়।

বৃহস্পতিবার সকালে করা পরীক্ষায় তার বাঁ ঊরুতে চোট ধরার পড়ার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। ফলে আগামী রোববার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে কৌতিনিয়োকে পাচ্ছে না বার্সেলোনা। একই কারণে আগামী ১৫ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে এবং পাঁচ দিন পর ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচেও দেশের হয়ে খেলতে পারবেন না তিনি।

এই মাসের শেষ দিকে লিগে আতলেতিকো মাদ্রিদ ও চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির বিপক্ষে ম্যাচেও খেলা না হতে পারে ২৬ বছর বয়সী এই ফুটবলারের।

গত জানুয়ারিতে লিভারপুল থেকে কাম্প নউয়ে আসার পর বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন কৌতিনিয়ো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি।