আবাহনীকে হারিয়ে গ্রুপ সেরা শেখ রাসেল

কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হওয়া দুই দলের গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আবাহনী লিমিটেড পেরে ওঠেনি। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2018, 01:21 PM
Updated : 5 Nov 2018, 01:32 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের গোলে ১-০ ব্যবধানে জেতে প্রতিযোগিতার ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল।

নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারানো সাইফুল বারি টিটুর দল দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়েছে।

মুক্তিযোদ্ধাকে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হারানো আবাহনী হয়েছে গ্রুপ রানার্সআপ।

বিশ্বনাথ ঘোষের দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৩০তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় শেখ রাসেল। মেজবাহ উদ্দিনের ক্রসে আলিশের নিচু হেডে জাল খুঁজে নেন।

৪৪তম রুবেল মিয়ার বাড়ানো বল গোলমুখ থেকে নাবীব নেওয়াজ জীবন টোকা দিতে ব্যর্থ হওয়ায় সমতায় ফেরা হয়নি আবাহনীর।

৫৪তম মিনিটে হাইতির কেরভেন্স ফিলস বেলফোর্টের বাড়ানো বলে পোস্টের বাইরে শট নিয়ে আবাহনী সমর্থকদের হতাশ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।

তিন মিনিট পর বেঁচে যায় শেখ রাসেল। ওয়ালী ফয়সালের কর্নার থেকে উড়ে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দিতে বসেছিলেন এক ডিফেন্ডার। কিন্তু বল ক্রসবারে লেগে ফিরে।

বাকিটা সময় সমতায় ফিরতে না পারা আবাহনী শেষ পর্যন্ত মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে।

সোমবার অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে উড়িয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় সাইফ স্পোর্টিং।