দিবালাকে রোনালদোর মতো অনুশীলনের পরামর্শ পিরলোর

চলতি মৌসুমে ইউভেন্তুসের শুরুর একাদশে নিয়মিত হতে পাওলো দিবালাকে নতুন সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোর মতো অনুশীলন করার পরামর্শ দিয়েছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2018, 11:18 AM
Updated : 14 Sept 2018, 11:19 AM

সেরি আতে এই মৌসুমের প্রথম ম্যাচে কিয়েভো ভেরোনার বিপক্ষে ইউভেন্তুসের শুরুর একাদশে ছিলেন দিবালা। কিন্তু লাৎসিওর বিপক্ষে পরের ম্যাচে মাঠেই নামা হয়নি তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তৃতীয় ম্যাচে পার্মার বিপক্ষে বদলি হিসেবে মোটে দশ মিনিট খেলার সুযোগ পান। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর রোববার সাস্সুয়োলোর মুখোমুখি হবে ইউভেন্তুস।

চলতি বছরের গ্রীষ্মকালীন দল-বদলে রোনালদো তুরিনে পা রাখায় দিবালার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সংবাদ মাধ্যমের খবর, জানুয়ারির দল-বদলে ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগার কোনো ক্লাবে যোগ দিতে পারেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।

তবে পিরলোর বিশ্বাস, রোনালদোর মতো আত্মনিবেদন দেখাতে পারলে ইউভেন্তুসে এখনও দারুণ ভবিষ্যৎ রয়েছে দিবালার।

“দিবালার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ইউভেন্তুসের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে তাকে অবশ্যই নিজের মধ্যে কিছু একটা খুঁজে পেতে হবে। সবার আগে তাকে অবশ্যই নিজের জন্য এটা করতে হবে।”

“শুরুর একাদশে না থাকাটা মেনে নেওয়া কারো জন্যই সহজ নয়। যতটা সম্ভব খেলতে পাওলো সব কিছু করবে।”

“যদি সে রোনালদোর আকাঙ্ক্ষা নিয়ে অনুশীলন শুরু করে, তাকে বাইরে রাখা শক্ত হবে।”