ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে দালিচ-জিদান-দেশম

ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান, ফ্রান্সের বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম ও বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার জ্লাতকো দালিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2018, 04:02 PM
Updated : 3 Sept 2018, 06:37 PM

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করে ব্রাজিলের মারিও জাগালো আর জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই শিরোপা জেতেন দেশম।

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে দেশমের বিশ্বকাপ জয়ের সঙ্গী জিদানের অধীনে প্রথম ক্লাব হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ে রিয়াল। একই সঙ্গে প্রথম কোচ হিসেবে টানা তিনবার ইউরোপ সেরা হওয়ার অনন্য কীর্তি গড়েন তিনি।

আর দালিচের অধীনে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। রাশিয়ার এই টুর্নামেন্টে লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে পেছনে ফেলে অপরাজিত থেকে গ্রুপ সেরা হয় ক্রোয়াটরা। নক আউট পর্বে যথাক্রমে হারায় রাশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ডকে।

আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।