চেলসির হয়ে অভিষেকে জর্জিনিয়োর গোল

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে অভিষেকেই গোল করলেন জর্জিনিয়ো। জালের দেখা পেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতে ফেরা এনগোলো কঁতেও। হাডার্সফিল্ড টাউনকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দারুণ শুরু করেছে মাউরিসিও সাররির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 03:53 PM
Updated : 11 August 2018, 09:05 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় বিকালে ৩-০ ব্যবধানের জয়ে চেলসির অন্য গোলদাতা পেদ্রো।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গতবার পঞ্চম হওয়া ক্লাবটি।

৩৪তম মিনিটে বাঁ-দিক থেকে উইলিয়ানের ক্রসে ঠিকমতো শট নিতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরাসি ডিফেন্ডার এনগোলা কঁতে। কিন্তু বল এক ড্রপে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

চার মিনিট পরই সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। কিন্তু বেনিনের স্ট্রাইকার স্তিভ মুনিয়ের হেড লাগে পোস্টে।

৪৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন গত মাসে নাপোলি থেকে চেলসিতে যোগ দেওয়া মিডফিল্ডার জর্জিনিয়ো। স্প্যানিশ ডিফেন্ডার আলোনসো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

অষ্টম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেকে পেনাল্টি থেকে গোল করলেন ব্রাজিলে জন্ম নেওয়া ইতালিয়ান ফুটবলার ২৬ বছর বয়সী জর্জিনিয়ো।

৫৮তম মিনিটে ভাগ্য সহায় হলে তৃতীয় গোল পেয়ে যেতে পারতো অতিথিরা। কিন্তু আলোনসোর ওভোরহেড কিক পোস্টে বাধা পায়।

৮০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন পেদ্রো। বদলি নামা এদেন আজারের পাস ধরে ডি-বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে লক্ষভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে গতবার তৃতীয় হওয়া টটেনহ্যাম হটস্পার।