'ইউভেন্তুসের রোনালদোর জবাবে মেসিকে দলে টানছে না ইন্টার'

ক্রিস্তিয়ানো রোনালদোকে ইউভেন্তুসের দলে টানার জবাবে ইন্টার মিলান বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে আনার প্রস্তুতি নিচ্ছে- এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি হাভিয়ের সানেতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2018, 04:33 PM
Updated : 26 July 2018, 04:33 PM

সম্প্রতি ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোকে চার বছরের জন্য দলে নেয় সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তুস। এর জবাবে চলতি সপ্তাহের শুরুতে ইন্টারের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান পিরেল্লির প্রধান নির্বাহী মার্কো ত্রোনকেত্তি প্রোভেরা ক্লাবটির মালিকদের মেসিকে দলে টানার পরামর্শ দেন। 

এসব গুজব ছাড়া কিছুই নয় বলে আর্জেন্টিনার ফক্স স্পোর্টসের কাছে দাবি করেন ইন্টারের সাবেক আর্জেন্টাইন খেলোয়াড় সানেতি।

"এটা বাড়াবাড়ি। আমরা মেসিকে চাচ্ছি এটায় সত্যের কোনো লেশ নেই।"

দলের আর্জেন্টাইন দুই আক্রমণভাগের খেলোয়াড় মাউরো ইকার্দি ও লাউতারো মার্তিনেসকে নিয়ে সন্তুষ্টির কথা জানালেন সানেতি।  

বেশ কিছু সংবাদ মাধ্যমে গুঞ্জন, ইন্টার ছেড়ে রিয়ালে পাড়ি জমাতে পারেন স্ট্রাইকার ইকার্দি। তবে সানেতির দাবি, সেরি আর ক্লাবটিতেই থাকবে ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। তাকে ধরে রাখতে দেওয়া হবে নতুন প্রস্তাব।   

"ইকার্দি থাকবে। দল-বদলের সময়টা শেষ হলেই আমরা তার সঙ্গে চুক্তি নবায়নের আলোচনায় বসব।"

"সে সত্যিকারের একজন অধিনায়ক। সে এক দিন আগেই প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে।…সে খুবই পেশাদার। দুই বছর হলো সে ইন্টারের অধিনায়ক হয়েছে। সে একজন অধিনায়কের মতো আচরণ করে। সে রিয়াল মাদ্রিদে যাচ্ছে না।"