চেলসির নতুন কোচ সাররি

চেলসির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাওরিসিও সাররি। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে তিন বছর দায়িত্ব পালন করবেন নাপোলির সাবেক কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 10:38 AM
Updated : 14 July 2018, 10:38 AM

গত শুক্রবার ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তেকে ছাঁটাই করে চেলসি। তার স্বদেশি সাররিই ক্লাবটির দায়িত্ব পাবেন বলে ধারণা করা হচ্ছিল।

শনিবার নিজেদের ওয়েবসাইটে ৫৯ বছর বয়সী এই কোচকে নিয়োগের কথা জানায় চেলসি।  

চেলসির কোচ হতে পেরে রোমাঞ্চিত সাররি ক্লাবটিতে ‘উপভোগ্য ফুটবল’ ফেরানোর লক্ষ্যের কথা জানিয়েছেন।

“আমি আশা করি, আমরা আমাদের সমর্থকদের কিছুটা উপভোগ্য ফুটবল দিতে পারব। মৌসুম শেষ দিকে আমরা শিরোপার জন্য লড়াইয়ে থাকব।”

সাররির অধীনে গত তিন মৌসুমে দুই বার সেরি আতে দ্বিতীয় হয় নাপোলি। গত মে মাসে ক্লাবটিতে তার স্থলাভিষিক্ত হন কার্লো আনচেলত্তি।