শারাপোভাকে হারিয়ে সেমিতে মুগুরুসা

ফরাসি ওপেনের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আরেক ধাপ এগিয়েছেন গার্বিনে মুগুরুসা। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2018, 08:26 PM
Updated : 6 June 2018, 08:26 PM

বুধবার মেয়েদের এককের কোয়ার্টার-ফাইনালে কোনো প্রতিরোধই গড়তে পারেনি রুশ তারকা শারাপোভা। ৭০ মিনিটের একপেশে লড়াইয়ে তাকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন ২০১৬ আসরের চ্যাম্পিয়ন মুগুরুসা।

গতবারের উইম্বলডন বিজয়ী মুগুরুসা এবারের ফরাসি ওপেনে এখন পর্যন্ত কোনো সেট হারেননি। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তৃতীয় বাছাই ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের প্রতিপক্ষ শীর্ষ বাছাই সিমোনা হালেপ।

শেষ আটের আরেক ম্যাচে জার্মানির আঞ্জেলিক কেরবারের বিপক্ষে লড়াই করে জিততে হয়েছে রোমানিয়ার হালেপকে। দ্বাদশ বাছাই কেরবারকে রোমানিয়ার ৬-৭, ৬-৩, ৬-২ গেমে হারান গতবারের রানার্সআপ।

পুরুষ এককের কোয়ার্টার-ফাইনালে একাদশ বাছাই আর্জেন্টিনার দিয়েগো জুবার্সমানের বিপক্ষে শুরুতেই কঠিন লড়াইয়ে মুখে পড়েন রাফায়েল নাদাল। হেরে বসেন ৬-৪ গেমে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ গেমে এগিয়ে যান তিনি। কিন্তু পরে টানা বৃষ্টির কারণে এদিন খেলা সম্ভব হয়নি। বৃহস্পতিবার এখান থেকেই শুরু হবে ম্যাচ।

বৃষ্টির বাধায় পড়ে বসনিয়ার মারিন সিলিচ ও আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোর মধ্যকার ম্যাচও। প্রথম সেট ৬-৬ গেমে থাকা অবস্থায় বন্ধ যাওয়া ম্যাচটি বৃহস্পতিবার শুরু হবে এখান থেকেই।