মোহামেডানকে হারিয়ে প্রতিশোধ আবাহনীর

দারুণ জমে ওঠা ম্যাচে মোহামেডানকে স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আবাহনী লিমিটেড। প্রিমিয়ার ডিভিশন হকির সুপার ফাইভের ম্যাচে ৩-২ গোলে জিতেছে মাহবুব হারুনের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2018, 12:10 PM
Updated : 4 June 2018, 01:09 PM

লিগের প্রথম পর্বে মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছিল আবাহনী। ১৪ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট তাদের। সোমবার প্রথম ম্যাচে হাসান যুবায়ের নিলয়ের হ্যাটট্রিকে অ্যাজাক্সকে ৯-১ গোলে হারানো মেরিনার ইয়াংসের পয়েন্টও মোহামেডানের মতো ৩৬। অবশ্য মেরিনার্স ও মোহামেডান এক ম্যাচ কম খেলেছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে শুরুতেই এগিয়ে যায় আবাহনী। কৃষ্ণ কুমার থেকে পাওয়া বল রোমান সরকার আড়াআড়ি বাড়ান তাজউদ্দিন আহমেদকে। আলতো টোকায় দলকে এগিয়ে নেন মালয়েশিয়ার এই ফরোয়ার্ড।

নবম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে মোহামেডান। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা গুরজিন্দর সিং দারুণ এক রিভার্স হিটে আবু সাইদ নিপ্পনকে পরাস্ত করেন। একটু পর গুরজিন্দরের আরেকটি রিভার্স হিট ফিরিয়ে আবাহনীর ত্রাতা নিপ্পন।

২০তম মিনিটে ফের এগিয়ে যায় আবাহনী। আশরাফুল ইসলামের ড্রাগ ফ্লিক ফিরে আসার পর রোমান সরকারের রিভার্স হিট ঠিকানা খুঁজে পায়।

দুটি পেনাল্টি কর্নারের সুযোগ নষ্টের পর ৩৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকেই সমতায় ফেরে মোহামেডান। শামসের সিংয়ের পুশ সার্কেল থেকে অনেক দূরে ইমরান হাসান পিন্টু স্টপ করে বাড়ান গুরজিন্দরকে। জোরালো রিভার্স হিটে লক্ষ্যভেদ করেন ভারতের এই ফরোয়ার্ড। একটু পর গুরজিন্দরের রিভার্স হিটে গোলমুখ থেকে দরকারি টোকা দিতে ব্যর্থ অজিত কুমার ঘোষ।

একটি রিভিউয়ের আবেদন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। খেলা শুরুর মিনিট দশেক পর একক প্রচেষ্টায় আক্রমণে ওঠা জিমি শেষ পর্যন্ত লক্ষ্যভেদে ব্যর্থ। ৬১তম মিনিটে আরশাদ হোসেনের বাড়ানো বল রিভার্স হিটে লক্ষ্যে পৌঁছে আবাহনীকে এগিয়ে নেন রোমান।

শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে অরবিন্দর সিং লক্ষ্যভেদে ব্যর্থ হলে টানা ১২ ম্যাচ জয়ের পর প্রথম হারের স্বাদ পায় মোহামেডান।