গোল্ড কোস্টে ব্রোঞ্জের লড়াইয়ে হারল শিরিন

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে মেয়েদের ৬৮ কেজি ফ্রিস্টাইল রেসলিংয়ের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ভারতের প্রতিযোগীর কাছে হেরে গেছে বাংলাদেশের শিরিন সুলতানা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2018, 09:47 AM
Updated : 13 April 2018, 09:47 AM

কারারা স্পোর্টস অ্যারেনায় শুক্রবার দিব্যা কাকরানের সঙ্গে শিরিনের লড়াই টিকেছিল মাত্র ৩৬ সেকেন্ড। শিরিনের দুই কাঁধ ম্যাটে চেপে ধরে ‘ভিক্টোরি বাই ফল’ পেয়ে যান কাকরান। তখন ৪-০ টেকনিক্যাল পয়েন্টে পিছিয়ে ছিলেন শিরিন।

এর আগে ‘এ’ গ্রুপে নিজের প্রথম ম্যাচে কেনিয়ার লিলিয়ান এনথিগাকে শিরিন হারান ‘ফল’ করিয়ে। পরের ম্যাচে নাইজেরিয়ার প্রতিপক্ষ তাকে হারায় ‘ভিক্টোরি বাই ফল’ এর মাধ্যমে। তখন ৬-০ টেকনিক্যাল পয়েন্টে পিছিয়ে ছিলেন শিরিন।

সেমি-ফাইনালে গত গ্লাসগো কমনওয়েলথ গেমসের ফ্রিস্টাইলের ৬৩ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতা কানাডার ড্যানিয়েল ল্যাপেজের কাছে ২৯ বছর বয়সী শিরিন হারেন টেকনিক্যাল সুপিরিওরিটিতে। ফ্রিস্টাইল রেসলিংয়ে ম্যাচের কোনো পর্যায়ে প্রতিপক্ষের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেলে তখনই খেলা শেষ করে টেকনিক্যাল সুপিরিওরিটিতে বিজয়ী ঘোষণা করা হয়। শিরিন পিছিয়ে গিয়েছিলেন ১০-০ পয়েন্টে।

এদিকে বেলমন্ট শুটিং সেন্টারে মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের কোয়ালিফিকেশনে ৫৭০ স্কোর গড়ে শারমিন শিল্পা ১২তম ও একই স্কোর গড়ে বাংলাদেশের আরেক প্রতিযোগী সুরাইয়া আক্তার ১৩তম হন। ফাইনালে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের স্কোর ৫৭৩।