দিবালার সঙ্গে কোনো ‘সমস্যা নেই’ মেসির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2018 04:08 PM BdST Updated: 27 Mar 2018 04:08 PM BdST
স্বদেশি ফরোয়ার্ড পাওলো দিবালার সঙ্গে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন লিওনেল মেসি।
দিবালা আগে জানিয়েছেন যে, পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসির সঙ্গে খেলাটা কঠিন। কারণ তারা দুজনই একই পজিশনে খেলেন। এর আগে একই কারণে আর্জেন্টিনা দলে থেকেও একাদশে জায়গা মেলেনি ইউভেন্তুস ফরোয়ার্ডের।
ক্লাবের হয়ে দারুণ ছন্দে থাকা সত্ত্বেও রাশিয়া বিশ্বকাপের জন্য জাতীয় দলে জায়গা পেতে লড়াই করতে হচ্ছে দিবালাকে। গত শুক্রবার হয়ে যাওয়া ইতালি বিপক্ষে ও মঙ্গলবার হতে যাওয়া স্পেনের বিপক্ষে ম্যাচে ডাক পাননি তিনি।
দিবালার ওই মন্তব্যের বিষয় তুলে তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আছে কি-না, এমন প্রশ্নের জবাবে কোনো সমস্যা নেই বলে নিশ্চিত করেন মেসি।
“পাওলো ও আমি এ ব্যাপারে কথা বলেছি। সে যা বলেছে তা সত্যি। আমি যে ভূমিকায় খেলি, ইউভেন্তুসে সে একই ভূমিকায় খেলে। জাতীয় দলে আমার সঙ্গে সে বাঁ-দিকে খেলে যাতে সে অভ্যস্ত নয়। আমাদের জন্য এই জায়গায় খেলা অনেক কঠিন।”
“সে যা বলেছে, আমি বুঝি। এখানে পরিষ্কার করার কিছু নেই।”
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গত শুক্রবার ইতালির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে খেলেননি মেসি। তবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দেড়টায় স্পেনের বিপক্ষে শুরু হতে যাওয়া ম্যাচে তিনি খেলতে পারেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ