আর্জেন্টিনা দলে উপেক্ষিত ইকার্দির ৪ গোল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2018 02:10 AM BdST Updated: 19 Mar 2018 02:10 AM BdST
সেরি আয় গোল উৎসব করেছেন জাতীয় দলে ডাক না পাওয়া মাউরো ইকার্দি। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের ৪ গোলে সাম্পদোরিয়াকে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান।
রোববার প্রতিপক্ষের মাঠে ৫-০ ব্যবধানের জয়ে অন্য গোলটি করেন ইভান পেরিসিচ।
ম্যাচের ২৬তম মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পেরিসিচের গোলে এগিয়ে যায় ইন্টার।
কিছুক্ষণ পর পরপর দুই মিনিটে দুটি গোল করেন ইকার্দি। ৩০তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করার পর দুরূহ কোণ থেকে ব্যাকহিলে দ্বিতীয় গোলটি করেন তিনি।
৪৪তম মিনিটে রাফিনিয়ার প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল পেয়ে হ্যাটট্রিক পূরণ করেন ইকার্দি। আর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের চতুর্থ ও দলের শেষ গোলটি করেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার।
এ মাসের শেষ দিকে ইতালি ও স্পেনের বিপক্ষে হতে যাওয়া ম্যাচের আর্জেন্টিনা দলে ডাক না পাওয়া ইকার্দি এবারের সেরি আয় এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল করলেন।
২৮ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইন্টার মিলান।
৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ বেশি খেলা ইউভেন্তুস।
-
আরও একবার উইম্বলডন খেলার আশায় ফেদেরার
-
৬ মাস পেছাল আফ্রিকান নেশন্স কাপ
-
'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'
-
এমবাপেকে আমরা শূলে চড়াতে পারি না: মদ্রিচ
-
৮ গোলের ম্যাচে শেখ রাসেলের জয়
-
উদ্দ্বীপ্ত সাইফ স্পোর্টিংয়ে ধরাশায়ী আবাহনী
-
ওতাবেকের জোড়া গোলে জয়ে ফিরল শেখ জামাল
-
‘ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সার’
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে