পাগলাটে ম্যাচ জিতে খুশি জিদান

বেতিসের মাঠে প্রথমার্ধে পিছিয়ে থাকার পর ৫-৩ গোলে জয়। শিহরণ জাগানো ম্যাচ শেষ পর্যন্ত জিততে পেরে খুশি রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 07:54 AM
Updated : 19 Feb 2018, 08:30 AM

রোববার রাতে রিয়ালের জয়ে জোড়া গোল করেন মার্কো আসেনসিও। অপর তিন গোলদাতা সের্হিও রামোস, ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজেমা।

চ্যাম্পিয়ন্স লিগে ফ্রান্সের দল পিএসজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে আসা রিয়াল লা লিগায় এ নিয়ে গত পাঁচ ম্যাচে ২৩ গোল করল।

বেতিসের মাঠে পিছিয়ে পড়ার পর দলের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি জিদান। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় প্রতিপক্ষকে প্রশংসা করতেও ভোলেননি ফরাসি এই কোচ।

“এটা অনেকটা পাগলাটে ম্যাচ, কিন্তু আমার ভালো লেগেছে। বেতিস চমৎকার ফর্মে আছে এবং তারা খুবই ভালো খেলেছিল।”

“তারা প্রথমার্ধের শেষ আধ ঘণ্টা নিয়ন্ত্রণ করেছে। আমি তিনটা গোল হজম করার দিকে দৃষ্টি দিচ্ছি না, আমার দৃষ্টি পাঁচ গোল করার দিকে। আমরা খুবই ভালো শুরু করেছিলাম। একটা গোল পেলাম। এরপর একটু পিছিয়েও পড়লাম কিন্তু পিছিয়ে পড়াটা আমরা পছন্দ করি না।”

পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা রিয়াল চার গোল পায় দ্বিতীয়ার্ধে। রোনালদো-বেনজেমাদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি জিদান।

“দ্বিতীয়ার্ধে আমরা ওপরে উঠে খেলেছি। খুব দৌড়েছি এবং আমাদের যে মান, যদি আমরা সেটা নিয়ে প্রতিপক্ষের অর্ধে খেলতে পারি, তাহলে যে কোনো প্রতিপক্ষের জন্য ম্যাচটা কঠিন করে তুলতে পারি।”

“আমরা ভেবেছিলাম, আমরা ম্যাচটা বদলে দিতে পারব এবং আমরা সেটা দিয়েছিও।”