ইপিএলে ডিসেম্বরের সেরা হয়ে রেকর্ড গুয়ার্দিওলার

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ মাসের সেরা কোচের পুরস্কার পেয়ে রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2018, 12:56 PM
Updated : 12 Jan 2018, 12:56 PM

স্প্যানিশ এই কোচের অধীনে চলতি মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে চলেছে সিটি। ঘরোয়া ফুটবলে এখন পর্যন্ত অপরাজিত দলটি লিগে কদিন আগে গড়ে টানা জয়ের রেকর্ড।

নভেম্বরে ইপিএলের সেরা কোচ হয়ে চেলসির আন্তোনিও কোন্তের আগে গড়া টানা তিন মাসের সেরা কোচের পুরস্কার পাওয়ার রেকর্ড স্পর্শ করেছিলেন গুয়ার্দিওলা। এবার গড়লেন নতুন রেকর্ড।

লিগে ডিসেম্বরে সাত ম্যাচ খেলে ছয়টিতে জিতে গুয়ার্দিওলার দল, ড্র করে অন্যটি।

লিগে ২২ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এগিয়ে তারা ১৫ পয়েন্টে। চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও ইংলিশ লিগ কাপেও এগিয়ে চলেছে দলটি।

ডিসেম্বরে টানা দুটি হ্যাটট্রিক করা টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইনের মাসের সেরা খেলোয়াড় হওয়াটা একরকম নিশ্চিতই ছিল। ২০১৭ সালে লিগে রেকর্ড ৩৯ গোল করেন ইংলিশ এই স্ট্রাইকার।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত বছর ৫৬ গোল করে তিনি পিছনে ফেলেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও রবের্ত লেভানদোভস্কিকে।