আবারও মুক্তিযোদ্ধাকে হারাল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2018 09:09 PM BdST Updated: 07 Jan 2018 09:09 PM BdST
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার মোহামেডানের জয়টি ৩-২ গোলে। প্রথম পর্বে তারা ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়েছিল।
প্রথমার্ধে দুই গোল করে লিগে নবম জয়ের পথে অনেকটা এগিয়ে যায় মোহামেডান।
১৯তম মিনিটে হাইতির ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসনের প্লেসিং শটে পরাস্ত আজাদ হোসেন। ৩৮তম মিনিটে ডান দিক থেকে বিপলু আহমেদের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি।
মুক্তিযোদ্ধা ম্যাচে ফেরা গোলের দেখা পায় ৭৩তম। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিয়ে মাপা শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালান আওয়ালা।
৮৯তম মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। লিওনেল উইলিয়ামের বাড়ানো বল জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মাগালান।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সতীর্থের বাড়ানো লব কিংসলের পা হয়ে জালে জড়ালে মোহামেডানের জয় নিশ্চিত হয়।
২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান। ১৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা ১২ দলের মধ্যে রয়েছে দশম স্থানে। দুই দলের একটি করে ম্যাচ বাকি রয়েছে।
রোববার প্রথম ম্যচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারানো সাইফ স্পোর্টিং ক্লাব ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ফেব্রুয়ারির সেরা মেসি