ক্লাসিকো জয় শিরোপা নির্ধারণ করবে না: ইনিয়েস্তা

কদিন বাদে হতে যাওয়া ক্লাসিকোয় লা লিগার শিরোপা নির্ধারণ হওয়ার সম্ভাবনা দেখছেন না আন্দ্রেস ইনিয়েস্তা। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেলে চ্যাম্পিয়ন হওয়ার পথে বার্সেলোনা বড় একধাপ এগিয়ে যাবে বলে মত কাতালুনিয়ার ক্লাবটির অধিনায়কের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 11:08 AM
Updated : 19 Dec 2017, 11:08 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী শনিবার স্পেনের শীর্ষ লিগে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।

ম্যাচটির আগে লিগের পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

বের্নাবেউয়ে জিতলে জিনেদিন জিদানের দলের সঙ্গে বার্সেলোনার ব্যবধান বেড়ে হবে ১৪। এত বড় ব্যবধানে পিছিয়ে পড়লেও তাতে রিয়ালের শিরোপার আশা শেষ হয়ে যাবে না বলে মনে করেন ইনিয়েস্তা।

ক্লাসিকোয় বার্সেলোনা জিতলে রিয়ালের শিরোপার আশা শেষ হয়ে যাবে কি-না, এমন প্রশ্নের জবাবে ইনিয়েস্তা বলেন, "সত্যি বলতে, আমি এটা মনে করি না। ডিসেম্বরেই লা লিগা শেষ, এটা বলাটা কঠিন।"

"এটা সত্যি যে, আমরা ওখানে জিতলে বড় একধাপ এগিয়ে যাব। কিন্তু আতলেতিকো মাদ্রিদকে ভুলে যাওয়াটা আমাদের উচিত হবে না। তারা আমাদের থেকে ৬ পয়েন্টে পিছিয়ে আছে।"

তবে রিয়ালের মাঠে ম্যাচটি দারুণ হবে বলে মনে করছেন ইনিয়েস্তা।

"আমরা অসাধারণ একটি ম্যাচ খেলতে মুখিয়ে আছি। তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব আমরা।"