নেইমারের প্রশংসায় জিদান

পিএসজি ছেড়ে নেইমারের রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। এরই মধ্যে পিএসজি ফরোয়ার্ডের প্রশংসা করলেন লা লিগা চ্যাম্পিয়নদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2017, 04:00 PM
Updated : 17 Nov 2017, 04:00 PM

আগামী শনিবার ‘মাদ্রিদ ডার্বি’ সামনে রেখে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন জিদান।

“নেইমার খুবই ভালো একজন ফুটবলার এবং এটা সত্য।”

“আমার এই দলেও বিশ্বসেরা খেলোয়াড় আছে এবং ড্রেসিংরুমেও একই মানের খেলোয়াড় আছে। এখানে যে খেলোয়াড় আছে, আপনি কেবল তাদের নিয়ে কাজ করতে পারেন; ভবিষ্যতে কি হবে কে জানে?”

গত অগাস্টে ২২ কোটি ২০ মিলিয়ন ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার।

২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান রিয়ালে যোগ দিলে তার সঙ্গে পাদপ্রদীপের আলো ভাগাভাগি করতে হবে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে। জিদান অবশ্য এখনই অতসব ভাবতে রাজি নন।

“এ নিয়ে আসলে কোনো কথা নেই। এখন আমাদেরকে আজকের দিকে মনোযোহ দিতে হবে। কে জানে ভবিষ্যতে কি হবে?”

“যে আমাদের হয়ে খেলে না, সেই খেলোয়াড়কে নিয়ে আমি আমার মতামত ও ভাবনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই না। আমি নেইমারকে শ্রদ্ধা করি। সে ভালো একজন খেলোয়াড় এবং এতটুকুই।”

চলতি মৌসুমের ফ্রান্সের লিগ ওয়ানে শীর্ষে থাকা পিএসজির হয়ে আট ম্যাচে ৭ গোল অবদান রেখেছেন নেইমার।