নেইমার-জেসুসের গোলে ব্রাজিলের জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2017 07:58 PM BdST Updated: 10 Nov 2017 08:52 PM BdST
প্রীতি ম্যাচ হলেও শিষ্যদের বিশ্বকাপের মতো খেলার পরামর্শ দিয়েছিলেন তিতে। কোচের আহ্বানে সাড়া দিয়ে শুরু থেকেই আলো ছড়ালেন নেইমার-গাব্রিয়েল জেসুসরা। জাপানের রক্ষণে ম্যাচের অধিকাংশ সময় চাপ ধরে রেখে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে শুক্রবার ফ্রান্সের লিলে ৩-১ গোলে জিতেছে বাছাইপর্বে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকা ব্রাজিল।
নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো। প্রথমার্ধেই দলের তৃতীয় গোলটি করেন গাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান তোমোয়াকি মাকিনো।

খানিক পর জাপানের ডি-বক্সে গাব্রিয়েল জেসুস ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় ব্রাজিল। তবে এ যাত্রায় নেইমারের শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক এইজি কাওয়াশিমা।

৩৬তম মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে ব্যবধান আরও বাড়ান জেসুস। নেইমারের পাস পেয়ে উইলিয়ান ছোট করে বাড়ান দানিলোকে। আর ক্লাব সতীর্থের গোলমুখে বাড়ানো দারুণ ক্রস পেয়ে অনায়াসে বল জালে ঠেলে দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।

৬৩তম মিনিটে দারুণ এক কর্নারে হেডে জাপানের সান্ত্বনাসূচক গোলটি করেন ডিফেন্ডার মাকিনো।
এ নিয়ে দুই দলের শেষ ১২ ম্যাচে ১০টিতে জিতল ব্রাজিল। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরা প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
-
বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সেমি-ফাইনালের আশা শেষ
-
৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস