এবার উজবেকিস্তানের বিপক্ষে গোল চান সুফিল

শেষ মুহূর্তে মালদ্বীপের বিপক্ষে গোল করে বাংলাদেশকে জয় এনে দেওয়া ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল উজবেকিস্তানের বিপক্ষেও গোল করতে আশাবাদী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2017, 01:38 PM
Updated : 3 Nov 2017, 01:38 PM

আগামী সোমবার এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

মালদ্বীপের বিপক্ষে ম্যাচের ৯০তম মিনিটে জাফর ইকবালের শট গোলরক্ষক ফেরানোর পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন সুফিল। ধারাবাহিকতা বজায় রাখতে চান আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে খেলা এই তরুণ।

“মালদ্বীপের বিপক্ষে গোল করতে পেরে এবং দলকে জেতাতে পেরে আমি খুবই খুশি। পরের ম্যাচেও গোল করতে চাই এবং দেশকে জেতাতে চাই।”

তাজিকিস্তানকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পর মালদ্বীপকে হারানো বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে। শ্রীলঙ্কাকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়া উজবেকিস্তান এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ১ করে পয়েন্ট মালদ্বীপ, শ্রীলঙ্কা ও তাজিকিস্তানের।

গত দুই ম্যাচের ফলে দারুণ আত্মবিশ্বাসী কোচ রক্সির চাওয়া উজবেকিস্তানের বিপক্ষে জয়।

“মালদ্বীপের বিপক্ষে দল ভালো ম্যাচ খেলেছে। ম্যাচে আমরা আধিপত্য করেছি। মালদ্বীপের বিপক্ষে জিতে আমরা এখন আরও আত্মবিশ্বাসী এবং পরের ম্যাচ জয়ের চেষ্টা করব।”