নেইমারকে সাদরে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় পিএসজি

পিএসজিতে এলে নেইমারকে সাদরে অভ্যর্থনা জানানো হবে বলে জানিয়েছেন দলটির মিডফিল্ডার থিয়াগো মোত্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 11:25 AM
Updated : 27 July 2017, 11:25 AM

গুঞ্জন রয়েছে, কাম্প নউ থেকে নেইমারকে নিতে তার বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে প্রস্তুত পিএসজি। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নিয়ে লিগ ওয়ান শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের মুকুটও পরতে চায় ক্লাবটি।

প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে হওয়া ম্যাচে ইউভেন্তুসের কাছে ৩-২ গোলে হেরেছে পিএসজি। ওই ম্যাচ শেষে নেইমারের বিষয়ে প্রশ্ন করা হলে কোনোরকম রাখঢাক করেননি মোত্তা। এই বিষয়ে নিয়মিত দলের মধ্যে কথা হয় বলেও জানিয়েছেন ইতালির এই মিডফিল্ডার।

“সে দারুণ খেলোয়াড়। কোন দল তাকে পেতে চাইবে না? সবাই-ই তাকে দলে পেতে চাইবে।”

“বার্সা তাকে হারাতে চায় না...সে পার্থক্য গড়ে দিতে পারে। যদি সে আসে, আমরা তার জন্য খুশি মনে অপেক্ষা করব।”

“আশা করি, বিষয়টা পিএসজির জন্য ভালোভাবে শেষ হবে। কারণ এই মানের একজন খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ খুব কম মেলে এবং খুঁজে পাওয়াও কঠিন।”

নেইমারের উচ্ছ্বসিত প্রশংসায় মোত্তা আরও বলেন, “সব দলেই এই ধরণের খেলোয়াড়ের ঘাটতি আছে। এরকম মানের একজন খেলোয়াড় খুঁজে পাওয়া খুব কঠিন। সে যেকোনো জায়গায় খেলতে পারে এবং অবশ্যই সে পিএসজির হয়ে খেলতে পারে, আর এটা আমার বলার দরকার নেই। সে আরেক পর্যায়ের খেলোয়াড়।”