সেরা ফর্মে ফিরতে মুখিয়ে আছেন বেল

প্রায় তিন মাস পর মাঠে নেমেই গোল করা গ্যারেথ বেলের ফেরাটা হয়েছে দুর্দান্ত। তবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে এবং পুরনো ফর্মে ফিরতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 11:01 AM
Updated : 19 Feb 2017, 11:01 AM

লা লিগায় এসপানিওলের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পায় রিয়াল। সান্তিয়াগো বার্নাবেউয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে পাল্টা আক্রমণ থেকে দারুণ একটি গোল করেন বেল। প্রথমার্ধে আলভারো মোরাতার গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল।

গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে স্পোর্টিং লিসবনের মাঠে রিয়ালের ২-১ গোলে জয়ের ম্যাচে গোড়ালির গাঁটে চোট পাওয়ার পর এদিনই প্রথম মাঠে নামেন বেল। মাঝে লন্ডনে তার অস্ত্রোপচার করাতে হয়েছিল।

ঘরের মাঠে শনিবারের এই ম্যাচে বদলি হিসেবে মাত্র ১২ মিনিট খেলেন বেল। এই সময়েই সমর্থকদের উল্লাসে ভাসান তিনি।

২৭ বছর বয়সী বেলের ভাবনা এখন পুরোপুরি ফিট হওয়া ও ছন্দে ফেরা।

"পুরোপুরি সেরে উঠতে এবং শতভাগ ফিট হতে আমার আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।"   

"সেরে ওঠার জন্য তিন মাস কাজ করার পর আমি এখন ভালো বোধ করছি। দলের জয়ে একটি গোল করে অবদান রাখতে পেরেছি।"

"এত লম্বা সময় অনুপস্থিত থাকাটা কঠিন ছিল। কিন্তু দল জিততেছিল  এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দুটি শিরোপাই (লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ) জিততে চাই এবং আমি সহযোগিতা করতে চাই।"