রোনালদো-বেনজেমার পাশে থাকতে আহ্বান জিদানের

আবারও বিবর্ণ ক্রিস্তিয়ানো রোনালদো। প্রতিপক্ষের গোলমুখে নিষ্প্রভ ছিলেন করিম বেনজেমাও। সান্তিয়াগো বের্নাবেউয়ের গ্যালারিতে শোনা যায় দুয়ো ধ্বনিও। আক্রমণভাগের এই দুই তারকার পাশে থেকে উৎসাহ জোগাতে সমর্থকদের আহবান জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 02:27 PM
Updated : 22 Jan 2017, 02:27 PM

টানা দুই হারের ধাক্কা কাটিয়ে শনিবার লা লিগায় ঘরের মাঠে সের্হিও রামোসের জোড়া গোলে মালাগাকে হারায় রিয়াল।

জয়ের ব্যবধান হতে পারতো বেশ বড়; কিন্তু রোনালদো অনেকগুলো সুযোগ নষ্ট করায় তা হয়নি। সুযোগ নষ্ট করেছেন বেনজেমাও।

এবারের লা লিগায় এখন পর্যন্ত ১২টি গোল করেছেন ২০১৬ সালের ব্যালন ডি’অর ও ফিফার ‘দ্য বেস্ট' পুরস্কার জেতা রোনালদো। আর ফরাসি স্ট্রাইকার করেছেন ৫টি।

রোনালদোর সহজ সুযোগ নষ্ট করার শুরু ম্যাচের একেবারে প্রথমভাগে, গোল করার মতো পজিশনে থেকেও গোলরক্ষক বরাবর শট নেন। দ্বিতীয়ার্ধে গোলরক্ষককে একা পেয়ে ব্যর্থ হওয়ার পর পর্তুগিজ ফরোয়ার্ডের একটি কোনাকুনি শট পোস্টে লাগে।

গত বুধবার কোপা দেল রের শেষ আটের প্রথম লেগে সেল্তা ভিগোর কাছে ঘরের মাঠে ২-১ গোলে হারের ম্যাচেও নিষ্প্রভ ছিলেন রোনালদো।

তবে জিদানের বিশ্বাস, শিগগিরই আবার স্বরূপে ফিরবেন রোনালদো ও বেনজেমা। তাই তাদের পাশে থাকার জন্য সমর্থকদের আহবান জানালেন।

ম্যাচ শেষে এই ফরাসি কোচ বলেন, “আমাদেরকে নিরুদ্বেগ থাকতে হবে এবং বিশ্রাম নিতে হবে। এই স্কোরলাইনে আমরা মূলত খুশি।"

“অবশ্যই ফরোয়ার্ডদের নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। করিম ও ক্রিস্তিয়ানো গোল করেছে, হয়তো শেষ ম্যাচে করতে পারেনি, কিন্তু তা নিয়ে আমি চিন্তিত নই।”

“যখন সমস্যা আসবে তখন আপনাদের (সমর্থকদের) শান্ত থাকতে হবে এবং দলকে সমর্থন দিতে হবে। আমি শুধু সবাইকে শান্ত থাকতে বলতে পারি।”