শেষ ষোলোতে ফেদেরার-মারে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2017 10:16 PM BdST Updated: 21 Jan 2017 08:37 PM BdST
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার। সরাসরি সেটে জিতেছেন শীর্ষ বাছাই অ্যান্ডি মারেও।
দশম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচের বিপক্ষে মাত্র এক ঘণ্টা ৩২ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-৪ ও ৬-৪ গেমে জিতেছেন সুইস তারকা ফেদেরার।
চতুর্থ রাউন্ডে ৩৫ বছর বয়সী ফেদেরার লড়বেন জাপানের কেই নিশিকোরির সঙ্গে।
মেলবোর্নে শুক্রবার দিনের শুরুর দিকে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন মারে। অস্ট্রেলিয়ান ওপেনের পাঁচবারের ফাইনালিস্ট সরাসরি ৬-৪, ৬-২ ও ৬-৪ গেমে হারান যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরিকে। শেষ ষোলোতে শীর্ষ বাছাই মারে মুখোমুখি হবেন মিশাল জেগেফের সঙ্গে।
পঞ্চম বাছাই নিশিকোরিও জয় পেয়েছেন সরাসরি সেটে। স্লোভাকিয়ার লুকাস লাচকোকে ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে হারান তিনি।
জয় পেতে ঘাম জড়াতে হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কাকে। চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের এই তারকা ৩-৬, ৬-২, ৬-২ ও ৭-৬ গেমে হারান সার্বিয়ার ভিক্তর ত্রয়োচকিকে।
মেয়েদের এককে ছন্দে ফিরেছেন জার্মানির কেরবার। আগের দুই রাউন্ডে জিততে তার তিন সেট লাগলেও এবার সরাসরি সেটে জিতেছেন এই শীর্ষ বাছাই। ৬-০ ও ৬-৪ গেমে হারান চেক প্রজাতন্ত্রের ক্রিস্তিনা প্লিসকোভাকে।
চতুর্থ রাউন্ডে আরও উঠেছেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ও সপ্তম বাছাই স্পেনের গার্বিনে মুগুরুজা।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে