পেদ্রোর জোড়া গোলে চতুর্থ রাউন্ডে চেলসি

তৃতীয় সারির দল পিটারবরোকে সহজে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে পেদ্রোর জোড়া গোলে ৪-১ এ জিতেছে আন্তোনিও কোন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 05:26 PM
Updated : 9 Jan 2017, 05:13 AM

ঘরের মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি।

অষ্টাদশ মিনিটে ন্যাথানিয়েল ক্যালোবার জোরালো শট গোলররক্ষক ঠেকানোর পর ফিরতি বল ধরে কোনাকুনি শটে বল জালে জড়ান স্পেনের ফরোয়ার্ড পেদ্রো। আর ৪৩তম মিনিটে ডি বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের ফরোয়ার্ড মিচি বাতসুয়াই।

৫২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে সব অনিশ্চয়তার ইতি টানেন ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান। ৬৭তম মিনিটে অভিজ্ঞ ইংলিশ ডিফেন্ডার জন টেরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি।

সেই সুযোগে ৭০তম মিনিটে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড টম নিকোলস। এর পাঁচ মিনিট পর পেদ্রো নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন।

দিনের অন্য ম্যাচে নিয়মিত একাদশে ১০টি পরিবর্তন এনে মাঠে নামা লিভারপুল চতুর্থ সারির দল প্লিমথ আর্গাইলের বিপক্ষে হোঁচট খেয়েছে। ক্লাবের ইতিহাসের সবচেয়ে তরুণ দলটি ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে।

প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রতিপক্ষের মাঠে ‘রিপ্লে’ ম্যাচ খেলবে ইয়ুর্গেন ক্লপের দল।