৪ বছরের চুক্তিতে ইংল্যান্ডের কোচ সাউথগেট

ইংল্যান্ড জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকা গ্যারেথ সাউথগেটকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল সংস্থা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2016, 04:04 PM
Updated : 30 Nov 2016, 04:05 PM

এক ম্যাচ ও ৬৭ দিন দায়িত্ব পালন করা স্যাম অ্যালারডাইসকে গত সেপ্টেম্বরে ছাটাই করে সাউথগেটকে দায়িত্ব দেয় ইংল্যান্ড ফুটবল সংস্থা (এফএ)। তার অধীনে চারটি ম্যাচ খেলে দুটি করে জিতেছে ও ড্র করেছে ইংল্যান্ড।

এফএ বুধবার এক বিবৃতিতে সাউথগেটের সঙ্গে চার বছরের চুক্তি করার কথা জানায়। তার অধীনেই ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ও ২০২০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলবে ইংল্যান্ড।

তার আগে স্বদেশের অনুর্ধ্ব-২১ দলের কোচ ছিলেন সাবেক এই ইংলিশ ডিফেন্ডার।

গণমাধ্যমের খবর, চুক্তি অনুযায়ী প্রতি বছর ২০ লাখ পাউন্ড পাবেন ৪৬ বছর বয়সী এই কোচ।

স্থায়ীভাবে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সাউথগেট বলেন, “গত চার ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে কাজ করাটা আমি উপভোগ করেছি। আমি মনে করি, (দলটির) অনেক সম্ভাবনা আছে।”

জাতীয় দলের হয়ে ৫৭টি ম্যাচ খেলা ডিফেন্ডার সাউথগেট গত চার বছরে ইংল্যান্ডের চতুর্থ স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পেলেন।