নিষেধাজ্ঞার মুখে আগুয়েরো

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নাও খেলা হতে পারে সের্হিও আগুয়েরোর। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করার জন্য নিষিদ্ধ হতে পারেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 10:19 AM
Updated : 29 August 2016, 10:39 AM

নিজেদের মাঠ ইতিহাদে গত রোববার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারায় সিটি। ম্যাচের ৭৬তম মিনিটে লম্বা করে বাড়ানো একটি বলের দখল নিতে গিয়েছিলেন আগুয়েরো আর ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার উইনস্টন রিড। ভিডিও রিপ্লেতে দেখা যায় আগুয়েরো কনুই রিডের গলায় লাগে। রিড পরে চোট নিয়ে মাঠ ছাড়েন।

আগুয়েরোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এখন ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করবে। 

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ১০ সেপ্টেম্বর লিগে ইউনাউটেডের মুখোমুখি হবে সিটি। নিষিদ্ধ হলে সেই ম্যাচে খেলতে পারবেন না আগুয়েরো। 

সিটির কোচ পেপ গুয়ার্দিওলা জানান, তিনি ঘটনাটি দেখেননি। এই ফরোয়ার্ডের শাস্তি হওয়ার সম্ভাবনা নিয়ে দার্শনিকের মতো কথা বলেন তিনি।  
“আশা করি, কিছুই ঘটবে না। যদি এটা ঘটে, তাহলে আমরা মেনে নেব এবং মানিয়ে নেব। আমরা যদি তাকে হারাই, তাহলে হারালাম। আমরা ১১ জন নিয়েই খেলব।”