ক্যানুতে শিরোপা ধরে রাখলেন ব্রেন্ডেল, কায়াকে ক্যারিংটন

রিও অলিস্পিকের একাদশ দিন মঙ্গলবার ক্যানু স্প্রিন্টে ক্যানু ও কায়াকের চারটি ইভেন্টে সোনার নিষ্পত্তি হয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 06:29 AM
Updated : 17 August 2016, 06:33 AM

অলিম্পিকে দুই ধরনের জলাশয়ে দুই ধরনের নৌকা ক্যানু ও কায়াক ব্যবহৃত হয়। ক্যানুর বৈঠার এক পাশটা চ্যাপ্টা। কায়াকের বৈঠার দুই প্রান্তই চ্যাপ্টা।

ক্যানু স্প্রিন্টে স্থির পানিতে আর ক্যানু আর কায়াক চালানোর ইভেন্ট পুরুষ ও নারী মিলিয়ে মোট ১২টি।

ক্যানু স্ল্যালমে কৃত্রিমভাবে তৈরি ঝঞ্ঝাক্ষুব্ধ জলাশয়ে নির্দিষ্ট কিছু গেটের ভেতর দিয়ে ক্যানু ও কায়াক চালিয়ে কোর্স শেষ করতে হয়। রিও অলিম্পিকে ক্ল্যানু স্ল্যালমের ইভেন্ট চারটি। ক্যানু একক ও ডাবল দুটোই কেবল পুরুষদের জন্য। আর কায়াকের দুটি একক ইভেন্টের একটি ছেলেদের আরেকটি মেয়েদের।

ক্যানু এককে শিরোপা ধরে রাখলেন ব্রেন্ডেল

রিও গেমসে মঙ্গলবার স্বাগতিকদের ইজাকিয়েস কিরোজকে পিছনে ফেলে সোনা জেতেন জেবাস্টিয়ান।

২৮ বছর বয়সী জেবাস্টিয়ান রেসের অধিকাংশ সময় সামনে থাকলেও শেষ ৫০ মিটারের আগ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছিলেন ব্রাজিলের কিরোজ। শেষ পর্যন্ত ৩ মিনিট ৫৬.৯২৬ সেকেন্ডে রেস শেষ করেন লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন।

সোনা ধরে রাখলেন ক্যারিংটন

মেয়েদের কায়াক একক ২০০ মিটারে শিরোপা ধরে রাখলেন নিউ জিল্যান্ডের লিসা ক্যারিংটন।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ২৭ বছর বয়সী ক্যারিংটন শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে থেকে ৩৯.৮৬৪ সেকেন্ডে সোনা নিশ্চিত করেন।

পোল্যান্ডের মার্তা ভালচিকিভিচ ৪০.২৭৯ সেকেন্ডে রুপা ও আজারবাইজানের ইন্না ওসিপেনকো-রাদোমস্কা ৪০.৪০১ সেকেন্ডে ব্রোঞ্জ জেতেন।

মেয়েদের কায়াক ডাবলে চ্যাম্পিয়ন হাঙ্গেরি

মেয়েদের কায়াক ডাবল ৫০০ মিটার স্পিন্টে সোনা জিতেছে হাঙ্গেরি।

রিও গেমসের একাদশ দিন মঙ্গলবার দারুণ প্রতিদ্বন্দ্বিতায় শেষ হওয়া লড়াইয়ে সামান্য ব্যবধানে জার্মানিকে হারায় চ্যাম্পিয়নরা।

১ মিনিট ৪৩.৬৮৭ সেকেন্ডে জয় নিশ্চিত করে হাঙ্গেরির দুই প্রতিযোগী। তাদের চেয়ে মাত্র ০.০৫১ সেকেন্ড বেশি নিয়ে রুপা জেতেন জার্মানি।

চার বছর আগে লন্ডনে তৃতীয় হওয়া পোল্যান্ড এখানেও ব্রোঞ্জ জেতে।

পুরুষ কায়াক ১ হাজার মিটারে সেরা কুপার

পুরুষ কায়াক একক ১ হাজার মিটারে সোনা জিতেছেন স্পেনের মার্কুস কুপার।

চেক প্রজাতন্ত্রের ইয়োসেফ দোসতাল রুপা এবং রাশিয়ার রোমান আনোশকিন ব্রোঞ্জ জিতেছেন।