ফরিদপুরে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪০ জনে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2024, 05:31 PM
Updated : 14 Feb 2024, 05:31 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪০ জনে।

বৃহস্পতিবার ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য জানান।

মৃতরা হলেন- সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মজিবর মোল্লার স্ত্রী সালেহা বেগম (৬৫) এবং ওই উপজেলার গট্টি গ্রামের মো. হাফিজুলের স্ত্রী তাসলিমা বেগম (১৮)।

সিভিল সার্জন বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার বিকাল সাড়ে ৫টায় সালেহা ও রাত ২টায় তাসলিমা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় সালেহা ও সকাল ৮টার দিকে তাসলিমার মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৯৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৭৮ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]