সুক নদীর বাঁধে মাছ ধরার উৎসব

প্রত্যেক বছরের মত এবারও কার্তিক মাসের প্রথম দিন খুলে দেওয়া হয় ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় সুক নদীর বুড়ির বাঁধের দরজা। আর বাঁধের পানি কমে এলে মাছ ধরার উৎসবে মেতে উঠেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই উৎসবে হাজারো শৌখিন, পেশাদার ও স্থানীয় মৎস্য শিকারি মাছ ধরছেন। ৫০ একর এলাকা জুড়ে নির্মিত এই বাঁধ মাছের অভয়াশ্রম। এ বছর এখানে বিভিন্ন জাতের ৬০ কেজি মাছের রেণু ছাড়া হয়েছে। মাছ ধরার এ আয়োজনকে ঘিরে বাঁধ এলাকা পরিণত হয় মিলনমেলায়।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2023, 02:53 PM
Updated : 17 Oct 2023, 02:53 PM