নিম্ন আয়ের দেড় শতাধিক মানুষের মধ্যে ইফতারের প্যাকেট বিক্রি করা হয়।
Published : 22 Mar 2024, 09:54 PM
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র দুই টাকায় ইফতার বিক্রি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার বিকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের দেড় শতাধিক মানুষের মধ্যে এই ইফতারের প্যাকেট বিক্রি করা হয়।
‘ফাইট আনটিল লাইট (ফুল)’ নামের সংগঠনটির এ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার অন্য ইউনিয়নেও চলবে বলে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের।
দুই টাকার ইফতার নিতে আসা রহিমা বেগম বলেন, “হামরা চর বড়লইয়ের মানুষ, পানি মুখে দিয়া ইফতারি করি। আইজ দুই টাকার ইফতারির বাজার করিয়া মনটা খুশিতে ভরে গেইল।”
আব্দুল কাদের বলেন, দীর্ঘদিন থেকে ফুল গরীব মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। ত্রাণ প্রথা থেকে বেরিয়ে এসে মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার জন্য দুই টাকা করে নেওয়া হচ্ছে।
এ ছাড়া সংগঠনটির পক্ষ থেকে নাগেশ্বরী, ফুলবাড়ী এবং রাজারহাট উপজেলায় গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।