গোপালগঞ্জে পূজারি রণজিৎ হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ আগেরই ১৮টি মামলা রয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2024, 11:47 AM
Updated : 1 March 2024, 11:47 AM

গোপালগঞ্জের আলোচিত পূজারি রণজিৎ রায় হত্যা মামলা ছাড়াও ১৮ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পুখুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে গোপালগঞ্জ সদর ওসি মো. আনিচুর রহমান জানান। 

গ্রেপ্তার মিল্টন খান (৪০) সদর উপজেলার মানিকহার গ্রামের বাসিন্দা। 

মামলার নথির বরাতে ওসি আনিচুর রহমান জানান, ২০২৩ সালের ১২ অক্টোবর রাতে চোখে টর্চ লাইটের আলো পড়া নিয়ে আপন দুই ভাই মিল্টন খান ও শিপন খান হত্যা করেন সদর উপজেলার মানিকহার গ্রামের মন্দিরের ৭৫ বছরের বৃদ্ধ পূজারি রণজিৎ রায়কে। এ হত্যাকাণ্ড ঘটানোর পর আসামি মিল্টন খান ও শিপন খান পালিয়ে যান। 

এ ঘটনায় নিহত রণজিৎ রায়ের পরিবারের পক্ষ থেকে দুই ভাইকে আসামি করে মামলা দায়ের করা হয়। 

দুর্গা পূজার আগের এ হত্যাকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে ভীতি ছিল।   

পুলিশ জানায়, প্রযুক্তি ব্যবহার করে উপজেলার পুখুরিয়া এলাকা থেকে মিল্টন খানকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। 

ওসি আনিচুর রহমান আরো জানান, মিল্টন একজন পেশাদার মাদক কারবারি ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য। হত্যা মামলার আগেই তার বিরুদ্ধে মাদক ও ডাকাতি প্রস্তুতিসহ মোট ১৮টি মামলা রয়েছে।