ফরিদপুরে দুর্গা মন্দিরে প্রতিমা ‘ভাঙচুর’

আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে ওই মন্দিরে বিভিন্ন প্রতিমা তৈরির কাজ চলছিল।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2024, 08:03 PM
Updated : 3 Feb 2024, 08:03 PM

ফরিদপুরে একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতের কোনো এক সময় সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে তাম্বুলখানা বাজার সার্বজনীন মন্দির কমিটি সভাপতি প্রফুল্ল কুমার সরকার।

আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে ওই মন্দিরে বিভিন্ন প্রতিমা তৈরির কাজ চলছিল।

সোমবার রাত ১০টা পর্যন্ত প্রতিমা কারিগর এবং মন্দির কমিটির নেতারা সেখানে ছিলেন জানিয়ে প্রফুল্ল কুমার বলেন, “সকালে মন্দিরে এসে দেখতে পাই গনেশ মূর্তির মাথার অংশ, লক্ষ্মীর দুই হাত ও দেবী দুর্গার বাম হাত ভাঙা। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”

খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ওসি এম এ জলিল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, “মন্দির কমিটিকে থানায় মামলা দায়ের করতে বলা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, “মন্দিরের কয়েকটি মূর্তির বিভিন্ন অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয় ও মন্দির কমিটির নেতৃবৃন্দর সঙ্গে কথা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।”

২০২১ সালেও এই মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করা হয়েছিল বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল কুমার সরকার।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]