বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলে, “তারা আন্দোলনের চেষ্টা করুক।”
Published : 16 Feb 2024, 03:28 PM
মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, “ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এগুলোতে সরকারের কোনো হাত নেই।”
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ড. ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে মন্ত্রী কসবায় তার বাড়ি যাওয়ার উদ্দেশে মহানগর প্রভাতী এক্সপ্রেসে করে ঢাকা থেকে ওই রেলওয়ে স্টেশনে গিয়ে নামেন। তার আসার খবরে সাংবাদিক ও স্থানীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন।
আইনমন্ত্রী বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “দেশে গণতন্ত্র আছে। নির্বাচন ঘিরে দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবাই দেখেছে। মানুষ এখন সরকারের উন্নয়ন কাজে মনোযোগী। বিএনপি আন্দোলনের কথা বলে, তারা আন্দোলনের চেষ্টা করুক।”