গাংনীতে গুলিবিদ্ধ ‘মাদক কারবারি’, র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম

এলাকাবাসী জানান, রাতে তারা লেবু বাগানে কয়েকটি গুলির শব্দ শুনতে পেয়েছেন; পরে শোনেন গুলিবিদ্ধ অবস্থায় সুইটকে আটক করেছে র‌্যাব।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 05:50 PM
Updated : 30 May 2023, 05:50 PM

মেহেরপুরের গাংনীতে ‘মাদক কারবারির’ ধারালো অস্ত্রের আঘাতে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। এ সময় র‌্যাবের গুলিতে এক ‘মাদক কারবারিও’ আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের সেন্টার পাড়ায় একটি লেবু বাগানে এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানিয়েছে।

আহত ‘মাদক কারবারি’ সাইদ ওরফে সুইট (২৭) এবং র‌্যাবের এসআই উত্তমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইদ হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাতে তারা হাড়াভাঙ্গা গ্রামের সেন্টারপাড়ার একটি লেবু বাগানে বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। তবে কে বা কারা গুলি করেছে তা নিশ্চিত হতে পারেননি। পরে জানতে পারেন গুলিবিদ্ধ অবস্থায় সুইটকে আটক করেছে র‌্যাব।

সুইট সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলে গ্রামের মানুষ জানান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধ সুইট ও ধারালো অস্ত্রের আঘাতে আহত র‌্যাব সদস্য এসআই উত্তমের চিকিৎসা চলছে। তারা আশঙ্কামুক্ত।

র‌্যাবের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. গোলাম ফারুক জানান, এ বিষয়ে ক্যাম্প কমান্ডার সাংবাদিকদের নিয়ে বিফ্রিং করবেন।