মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদোন্নতি পেয়ে বদলির পর তিনি মেহেরপুর বিসিক এলাকায় একাই থাকতেন শামসুজ্জামান মিঠু।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2023, 07:26 AM
Updated : 20 August 2023, 07:26 AM

মেহেরপুরে আম গাছে ঝুলন্ত অবস্থায় বিসিকের উপ-ব্যবস্থাপকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে বিসিকের সীমানা প্রাচীর সংলগ্ন পুকুরের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম।  

উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠু (৫৬) গত ১১ জুলাই মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি চুয়াডাঙ্গা জেলায় ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

তার বাড়ি ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায়। পদোন্নতি পেয়ে বদলির পর তিনি মেহেরপুর বিসিক এলাকায় একাই থাকতেন।

ওসি সাইফুল জানান, সকালে বিসিকের নিরাপত্তা প্রহরী সীমানার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছে ঝুলন্ত শামসুজ্জামান মিঠুর মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

এ সময় সেখান থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, চশমাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সাইফুল বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা কিংবা কী কারণে তিনি মারা গেছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।”

তবে তার পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ করেনি বলেও জানান ওসি।